সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২১
০২:১৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
০২:১৮ পূর্বাহ্ন
সিলেট শহরতলীর মেজরটিলা সৈয়দপুর এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে সুলতানা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সুলতানা প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে মেজরটিলা সৈয়দপুর সি ব্লকের মা ভবনে এ ঘটনা ঘটে। পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই সুলতানা মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
তিনি জানান, ‘নিহতের পরিবারের সদস্যরা থানায় খবর জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠিয়েছে।’ পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে আত্মহত্যা বলে দাবি করে ময়নাতদন্ত না করার অনুরোধ জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
এএফ/০৪