গোলাপগঞ্জে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৫, ২০২১
০১:১২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
০১:১২ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে পৃথক অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় থেকে ১ জনকে ও পৌর এলাকার উত্তর বাজার হক ম্যানশন থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাঘা ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত আরমান আলীর ছেলে মো. শওকত আলী (৪৫), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচক গ্রামের সাদির মিয়ার ছেলে মো. ইসলাম (৫১) ও একই জেলার জগন্নাথপুর উপজেলার জগদীশ গ্রামের সাবু মিয়ার ছেলে শাহান মিয়া (২৫)।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা (নম্বর ২৪ ও ২৫) দায়ের করা হয়েছে।

 

এফএম/আরআর-০৪