সিলেটে প্রায় ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৫, ২০২১
১২:৪৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
১২:৪৪ পূর্বাহ্ন



সিলেটে প্রায় ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

সিলেটে প্রায় পৌনে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে বিজিবি সিলেটের সদর দপ্তর আখালিয়ায় এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস প্রতিনিধিসহ বিজিবির উত্তরপূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. আমিরুল ইসলাম এবং ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২০১৯ সালের ১৩ জুন থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ১৯ মাসে সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে জব্দ করা ৪ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার টাকার ভারতীয় মদ, গাঁজা, ইয়াবা ও অন্যান্য মাদক ধ্বংস করা হয়।

এ অনুষ্ঠানে বিজিবির উত্তরপূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান সীমান্তরক্ষার সাথে সাথে চোরাচালান প্রতিরোধেও বিজিবি স্বয়ংসম্পূর্ণ বাহিনী হিসেবে কাজ করছে জানিয়ে বিজিবির উত্তরপূর্ব রিজিয়ন কমান্ডার বলেন, মাদক নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক সচেতনতা ও উদ্যোগ।

 

এএফ/০৩