সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২১
১১:০২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১
১১:০৭ অপরাহ্ন
মহামারি করোনা ভাইরাসের টিকা নিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুবী।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত বুথে গিয়ে তিনি টিকা গ্রহণ করেন।
টিকা গ্রহণের পর প্রায় আড়াই ঘণ্টা সেখাকে বিশ্রাম নিয়ে বিকাল ৩টার দিকে তিনি নগর ভবনে যান জানিয়ে সিটি করপোরেশন সূত্রে জানানো হয়েছে, ‘তাঁর শরীরে এখন পর্যন্ত কোনো ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
গত ৭ ফেব্রুয়ারি থেকে সিলেটে করোনার টিকাদান শুরু হয়। প্রথমদিন টিকা দেওয়ার ইচ্ছে থাকলেও শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি টিকা দেননি। ১৭ দিন পর বিশেষজ্ঞদের ডাক্তারদের পর্যবেক্ষণে ও পরামর্শে আজ টিকা গ্রহণ করেন মেয়র আরিফুল হক চৌধুরী।
এএফ/০২