নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২১
০৮:৪৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১
০৮:৪৬ পূর্বাহ্ন
সিলেট বিভাগে টিকা গ্রহণকারীর সংখ্যা কমেছে। মঙ্গলবার বিভাগে টিকা নিয়েছেন ৯ হাজার ৮৬ জন।
এর আগে সোমবার টিকা নিয়েছিলেন ১১ হাজার ৯৬২ জন। এছাড়া ২০ ফেব্রুয়ারি ১৩ হাজার ৮৫১ জন ও ১৮ ফেব্রুয়ারি ১৫ হাজার ৩০০ জন টিকা নেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ‘প্রথম দিকে শুধু নিবন্ধন কার্ড নিয়ে এলেই যে কেউ টিকা নিতে পারতেন। ফলে তখন অনেক বেশি সংখ্যক মানুষ একসঙ্গে টিকা নিতেন। তবে এখন ম্যাসেজ ছাড়া কাউকে টিকা দেওয়া হচ্ছে না। তাই সংখ্যাটা কিছুটা কমেছে।’
টিকা কেন্দ্রের সক্ষমতা হিসেব করেই নিবন্ধনকারীর কাছে ম্যাসেজ পাঠানো হচ্ছে বলে তিনি জানান।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল বিভাগে টিকা গ্রহণ করেন ৫ হাজার ৬১৫ জন পুরুষ এবং ৩ হাজার ৪৭১ জন নারী। সিলেট জেলায় টিকা গ্রহণ করেন ৩ হাজার ৯০৮ জন। এদের মধ্যে ২ হাজার ৪৯৭ জন পুরুষ এবং ১ হাজার ৪১১ জন নারী।
সুনামগঞ্জে টিকা নেন ১ হাজার ৩৬১ জন। এদের মধ্যে ৮৭৪ জন পুরুষ ও ৪৮৭ জন নারী। হবিগঞ্জে টিকা গ্রহণ করেন ১ হাজার ৫৫৯ জন। এর মধ্যে ৯৪৮ জন পুরুষ এবং ৬১১ জন নারী। মৌলভীবাজার মঙ্গলবার ২ হাজার ২৫৮ জন টিকা গ্রহণকারীর মধ্যে ১ হাজার ২৯৬ জন ছিলেন পুরুষ এবং ৯৬২ জন ছিলেন নারী। এ নিয়ে বিভাগে মঙ্গলবার পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ৮৯৩ জন টিকা নিলেন।
সিসিক সূত্রে জানা যায়, নগরে মঙ্গলবার ১ হাজার ৮২৮ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা নেন ১ হাজার ৫৩৮ জন। এদের মধ্যে ৮৯৫ জন পুরুষ এবং ৬৪৩ জন নারী। পুলিশ হাসপাতালে মঙ্গলবার ২৯০ জন টিকা গ্রহণকারীর মধ্যে ১৮৭ জন পুরুষ ও ১০৩ জন নারী ছিলেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরসি-০৫