নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২১
০৩:১৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১
০৩:১৪ পূর্বাহ্ন
নগরের বন্দরবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালকদের হামলায় নিহত ব্যাংক কর্মকতা মওদুদ আহমদ হত্যাকান্ডের ৩ দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে অভিযুক্ত চালকের সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে সিলেট মহানগরের জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ।
তিনি বলেন, ‘অভিযুক্ত অটোরিকশা চালক নোমানের সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ। এখন পর্যন্ত এঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি বিকেলে জৈন্তাপুরের হরিপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় নগরের বন্দরবাজারে আসেন ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ (৩৫)। একপর্যায়ে চালক নোমান হাছনুরের (২৮) সঙ্গে ভাড়া নিয়ে বাগবিতণ্ডা হয় মওদুদের। তখন হাছনুরসহ অটোরিকশা চালকরা মওদুদ আহমেদকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর হত্যাকাণ্ডকে সড়ক দুর্ঘটনা বলে প্রচার চালায় পরিবহন শ্রমিকরা।
নিহত মওদুদের বড়ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সিএনজি অটোরিকশাচালক নোমান হাছনুর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বিএ-০৮