সহকর্মী হত্যার বিচার চেয়ে রাজপথে সিলেটের ব্যাংকাররা

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২৪, ২০২১
০২:২৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১
০৩:৩১ পূর্বাহ্ন



সহকর্মী হত্যার বিচার চেয়ে রাজপথে সিলেটের ব্যাংকাররা

সিলেটের বন্দরবাজার এলাকায় ব্যাংক কর্মকর্তা শেখ মওদুদ আহমদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন সিলেটের ব্যাংকাররা। 

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সিলেটের বিভিন্ন ব্যাংকে কর্মরত দুই শতাধিক কর্মকর্তা এ মানববন্ধনে অংশ নেন।

দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে মানববন্ধনে সিলেটের সর্বস্তরের ব্যাংক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ব্যাংক কর্মচারী ফেডারেশন, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ, সোনালী ব্যাংক, তরুণ পেশাজীবি সমিতি ও অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতিসহ বিভিন্ন সংগঠন। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব মানববন্ধনের সঙ্গে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মওদুদ হত্যার দুই দিন পেরিয়ে গেলেও এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নগরের সবচেয়ে ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে একজন কর্মকর্তাকে পিটিয়ে হত্যা এবং হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারা পুলিশের উদাসীনতাই প্রকাশ পায়।’ ব্যাংক কর্মকর্তা মওদুদের হত্যাকারীদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়ে তারা বলেন, ‘সিলেটে পরিবহন শ্রমিকদের নৈরাজ্য চলছে। এই নৈরাজ্য ও দৌরত্ম বন্ধ করা না গেলে এভাবে আরো অনেককে প্রাণ দিতে হবে।’

এর আগে একই দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ করেন ব্যাংকাররা। খুনিদের গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সিলেটের পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।

 

এএফ/০১