গোলাপগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২১
০২:২৫ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১
০২:২৫ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে মদসহ ২ জনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে নিজাম উদ্দিন (৩১) ও একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আসমান উদ্দিন (৪২)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মামুনুর রশিদের নেতৃত্বে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রানাপিং ফাজিলপুরে রিমি কমিউনিটি সেন্টারের পেছনের ফসলি ক্ষেতের মধ্যে খড় দিয়ে তৈরি কুঁড়েঘরে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ সময় ওই কুঁড়েঘর থেকে ৫ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর-২২) দায়ের করে আটক দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এফএম/আরআর-০৯