গোলাপগঞ্জে বালু উত্তোলনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৪, ২০২১
০২:১৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২১
০২:১৮ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে বালু উত্তোলনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুরে এ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির। অভিযানে সহযোগিতা করেন কুশিয়ারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিউল্লাহ, এসআই ফখরুল আলম, বেঞ্চ সহকারী মো. রুহুল আমিন জাকারিয়া ও অফিস সহায়ক শাহ আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

এফএম/আরআর-০৮