নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২১
০১:২৯ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২১
০১:৫৯ পূর্বাহ্ন
নগরের চৌহাট্টা এলাকায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক-সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের সময় গাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহণ শ্রমিকরা। আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে সিলেটে সব ধরণের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় সিলেট মিররকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
তিনি জানান, আজ সন্ধ্যায় সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সব ধরণের পরিবহণের মালিক-শ্রমিকদের মতামতের ভিত্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টার মধ্যে আমাদের স্ট্যান্ডের জন্য জায়গা নির্ধারণ করে দিতে হবে প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনকে। এই সময়ের মধ্যে তা না দিলে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।
এ সংক্রান্ত পূর্বের সংবাদ পড়ুন-
এনএইচ/এএফ-০২