নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৭:০৬ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৭:৪৯ অপরাহ্ন
চৌহাট্টায় গাড়ির অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের ঘটনায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলছে।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর একটার কিছু আগে এই সংঘর্ষ শুরু হয়।
এসময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে শ্রমিকরা ঘটনাস্থল ত্যাগ করে। এঘটনায় চৌহাট্টা এলাকায় থমে থমে পরিবেশ বিরাজ করছে। প্রচুর সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, আজ সকালে মেয়রসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা চৌহাট্টায় সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করতে গেলে শ্রমিক নেতারা বাধা দেন। এক সময় তারা স্লোগান দিয়ে ইট পাটকেল ছুড়তে শুরু করে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে।
মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী সাংবাদিকদের জানান, পুলিশ ফাঁকা গুলি করে উশৃঙ্খল জনতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছে। ঘটনাস্থলে শটগানসহ একজনে আটক করা হয়েছে।
এনএইচ/বিএ-০৭