দোয়ারাবাজারে ট্রলির ধাক্কায় প্রাণ গেল যুবকের

দোয়ারাবাজার প্রতিনিধি


ডিসেম্বর ০৭, ২০২০
১০:৫৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
১০:৫৪ অপরাহ্ন



দোয়ারাবাজারে ট্রলির ধাক্কায় প্রাণ গেল যুবকের

দোয়ারাজারে ট্রলির ধাক্কায় রাসেল মিয়া (২০) নামের এক যুবকের প্রাণহানি ঘটেছে। রোববার রাতে দোয়ারাবাজার উপজেলার বিয়ানীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবক উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পান্ডারগাঁও গ্রামের আলী হায়দারের পুত্র।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানায়, রাত ১০টায়  রাসেল মিয়া দোয়ারাবাজার থেকে মোটরসাইকেলে ফাজায়েল আহমদ (১৫) কে নিয়ে পান্ডারগাঁও গ্রামে আসছিলেন। 

দোয়ারাবাজার-বিয়ানীবাজার সড়কে বিপরীতগামী একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে রাসেল মিয়া মারা যায়। 

একসাথে থাকা ফাজায়েল আহমদকে স্থানীয়রা গুরুতর আহত  অবস্থায় উদ্ধার করে  সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

পুলিশ ট্রলিটি ছাতক উপজেলার বাউশা এলাকা থেকে আটক করলেও ঘাতক ড্রাইভার পালিয়ে যায়। 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়না শেষে সোমবার বিকেলে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় ট্রলি আটক করা হয়েছে, তবে ট্রলির ড্রাইভার পলাতক রয়েছে।

বি এন-৭