সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ৩০, ২০২০
০৮:০৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ৩০, ২০২০
০৮:০৪ পূর্বাহ্ন
সিলেট নগরের কাজী জালাল উদ্দিন এলাকায় পিডিবি ডিভিশন-১ কার্যালয়ের পূর্ব দিকের জরাজীর্ণ দেয়ালটি হেলে পড়ায় এখন জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জনস্বার্থে সীমানা প্রাচীর দেয়ালটি পুনঃনির্মাণের দাবি স্মারকলিপি প্রদান করেছেন এলাকার বাসিন্দারা।
গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ও পিডিবি প্রধান প্রকৌশলীর বরাবর স্মারকলিপিটি হস্তান্তর করেছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এই সীমানা প্রাচীর দেয়াল পাশের সড়কের উপর প্রায় ৩ ফুট হেলে গেছে। ফলে যেকোনো সময় ভেঙ্গে গিয়ে পধচারীদের উপর পড়ে দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। এতে প্রাণনাশেরও আশঙ্কা রয়েছে। তাই জনস্বার্থে দেয়ালটি দ্রুত পুনঃনির্মাণের দাবি জানাই।
সিলেট সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ ও সংক্ষিত ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহানার বেগমের সুপারিশক্রমে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মো. কামাল মিয়া কামরান, জালালী সমাজকল্যাণ সংস্থার সভাপতি রফি আহমদ কয়ছর, আব্দুল মুনিম, আমীর হোসেন, আব্দুল মুকিত।
আরসি-০১