গোলাপগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০৭, ২০২০
০১:০৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৭, ২০২০
০১:০৪ পূর্বাহ্ন
মহানবী হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে ফ্রান্সে সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবিতে সিলেটের গোলাপগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা উপজেলার ধারাবহর একমাইল খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে ধারাবহর (একমাইল) গুলবাগ জামে মসজিদের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বারকোট মাদরাসার প্রবীণ শিক্ষক শেখ মাওলানা আব্দুশ শহিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, ঢাকাদক্ষিণ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা খায়রুল আমীন মাহমুদাবাদী, ধারাবহর গুলবাগ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান, ধারাবহর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সুহেল আহমদ সাদী, দত্তরাইল লালমাটি মসজিদের ইমাম মাওলানা জামাল আহমদ, ধারাবহর লম্বাগুল জামে মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান, ধারাবহর পাঞ্জেগানা মসজিদের ইমাম মাওলানা আব্দুল মন্নান, খাদিমুল কোরআন পরিষদের সদস্য ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সহ-সভাপতি কবির আহমদ ও গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী রাসেল আহমদ।
মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আফ্ফান আহমদ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্স নবী করিম (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বের দুইশ কোটি মুসলমানের মনে আঘাত দিয়েছে। আমরা মুসলমান, নবীপ্রেমী হিসেবে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের ঈমানী দায়িত্ব। শুধু প্রতিবাদ করেই আমরা ক্লান্ত হবো না। বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্র যেভাবে ফ্রান্সের সকল পণ্য বর্জন করেছে, আমরাও তা বর্জন করে ঈমানী দায়িত্বপালন করতে হবে। আমরা বাংলাদেশের সরকার প্রধানের কাছে অনুরোধ জানাব, ৯০ ভাগ মুসলমানের এই দেশেও সরকারিভাবে ফ্রান্সের সকল পণ্য বর্জন করা হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নালিউরী মহিলা টাইটেল মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুছ, রায়গড় মহিলা মাদরাসার শিক্ষক মাওলানা ফয়েজ উদ্দিন, আমুড়া ইউপির সদস্য আব্দুল খালিক, মাওলানা জামিল আহমদ, মাওলানা আতাউর রহমান, ধারাবহর গুলবাগ জামে মসজিদের মোতাওয়াল্লি মাহতাব উদ্দিন, মাওলানা আলী আহমদ, হাফিজ আফতাব উদ্দিন, সাইফুল ইসলাম, ধারাবহর একমাইল খাদিমুল কোরআন পরিষদের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন, একমাইল বাজারের ব্যবসায়ী কাওছার আহমদ, দুলাল আহমদ, সুলতান আহমদ, অর্থ সম্পাদক জাবের আহমদ, অফিস সম্পাদক রেজওয়ান আহমদ, প্রচার সম্পাদক ফজল আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা শাহান আহমদ, সদস্য শহিন আহমদ, হাসান আহমদ, আব্দুস সালাম, আব্দুল কাদির, এলাকার মুরব্বি সুনু মিয়া, মাতাব মিয়াসহ বৃহত্তর ধারাবহর, দত্তরাইল ও আশেপাশের এলাকার সর্বস্তরের তৌহিদী জনতা।
মানববন্ধন চলাকালে ধারাবহর কেন্দ্রীয় জামে মসজিদ, দত্তরাইল লালমাটি জামে মসজিদ ও ধারাবহর লম্বাগুল জামে মসজিদের মুসল্লীগণ মিছিল সহকারে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এফএম/আরআর-০৭