নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২০
০৭:০৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৯, ২০২০
০৭:০৮ পূর্বাহ্ন
দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকেই সাম্যবাদী অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষে কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের মতো সংগঠনটির সিলেট জেলা সংসদ আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নগরের কিনব্রিজ সংলগ্ন সুরমা নদীর পাড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও গণসংগীত পরিবেশন করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত ও সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিক ও সাধারণ সম্পাদক ইয়াকুব আলী।
বিএ-০৬