আমরা সমাজ থেকে অসুরদের দূর করবোই : ওসমানীনগরে ডিআইজি

ওসমানীনগর প্রতিনিধি


অক্টোবর ২৬, ২০২০
০৯:৪৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৬, ২০২০
১০:০৪ অপরাহ্ন



আমরা সমাজ থেকে অসুরদের দূর করবোই : ওসমানীনগরে ডিআইজি

সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম বলেছেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় অসুরদের কোনো স্থান নেই। আমরা সম্মিলিতভাবে সমাজ থেকে মানুষরূপী অসুরদের দূর করবোই করবো। সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে যারা কাজ করবে এদেশে তাদের স্থান হবে না। সিলেট এমসি কলেজের ঘটনায় মানুষরূপী অসুরদের গ্রেপ্তার করেছি।’

গতকাল রবিবার (২৫ অক্টোবর) রাতে সিলেটের ওসমানীনগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি অপরাধমুক্ত উপজেলা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে জনগণের ভালবাসা নিয়ে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম, কালিমন্দির পূজা পরিচালনা কমিটির সভাপতি নিধির রঞ্জন সূত্রধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক ও কালি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কান্তি ভুষণ ধর কাজল।

পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম তাঁর বক্তব্যে পুলিশ সদস্যদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘থানা হবে নির্যাতিত অসহায় মানুষের আশ্রয়স্থল। কোনো মানুষ যদি পুলিশ কর্তৃক নির্যাতিত হয় এবং পুলিশ সদস্য যদি কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে সঙ্গে সঙ্গে একশন নেওয়া হবে।’

মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক, আওয়ামী লীগ নেতা হারুন মিয়া, শাহ্ নুরুর রহমান সানুর, আবদাল মিয়া, লুৎফুর রহমান, কৃষক লীগ নেতা মোস্তাক আহমদ, যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, দিলদার আলী প্রমুখ।

 

ইউডি/বিএন/আরআর-০১