জৈন্তিয়া পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি


অক্টোবর ২৬, ২০২০
০১:০০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৬, ২০২০
০১:০০ পূর্বাহ্ন



জৈন্তিয়া পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
সভাপতি ও সাধারণ সম্পাদক

সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার শ্রমিকদের নিয়ে গঠিত বৃহত্তর জৈন্তিয়া পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের (রেজিস্ট্রার নম্বর- চট্টগ্রাম ১৯০৯) ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় সাড়ে ৩ হাজার ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ২ হাজার ৮শ ৪ জন ভোটার। এতে ১৬৬৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহমান (চেয়ার প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আলী আকবর (ছাতা প্রতীক) পেয়েছেন ৪৮৪টি ভোট।

শনিবার (২৪ অক্টোবর) জৈন্তাপুর উপজেলার নিজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহত্তর জৈন্তিয়া পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোটারদের চাপে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রোববার (২৫ অক্টোবর) ভোর ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন। এতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন মো. কামাল হোসেন (মগ প্রতীকে প্রাপ্ত ভোট ৯৮৫), সহ-সভাপতি নির্বাচিত হন মো. জামাল উদ্দীন (বালতি প্রতীকে প্রাপ্ত ভোট ৬১৯), সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. মোস্তফা কামাল (আনারস প্রতীকে প্রাপ্ত ভোট ৮৭৩), সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. মামুনুর রশিদ (মোটারসাইকেল প্রতীকে প্রাপ্ত ভোট ৯৬৮) ও মো. সিরাজ উদ্দীন (উড়োজাহাজ প্রতীকে প্রাপ্ত ভোট ৬৩৫), সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো. লিয়াকত আলী (টেবিল প্রতীকে প্রাপ্ত ভোট ১৪৩০), অর্থ সম্পাদক নির্বাচিত হন মো. মস্তফা মিয়া (হারিকেন প্রতীকে প্রাপ্ত ভোট ৯৫৭), প্রচার সম্পাদক নির্বাচিত হন মো. সোহেল আহমদ (মোমবাতি প্রতীকে প্রাপ্ত ভোট ৬০৯), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন মো. হেলাল মিয়া (ফুটবল প্রতীকে প্রাপ্ত ভোট ৮২৪), কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন অদুদ মিয়া (গাভী প্রতীকে প্রাপ্ত ভোট ৮৯৮), মো. নেকই (ঘোড়া প্রতীকে প্রাপ্ত ভোট ৫৮৬), মো. আব্দুল হান্নান (বাঘ প্রতীকে প্রাপ্ত ভোট ৪৮৬) এবং মো. ফরিদ মিয়া (দোয়েল প্রতীকে প্রাপ্ত ভোট ৪৬৪)।

সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে পেরে সবাইকে ধন্যবাদ জানান বৃহত্তর জৈন্তিয়া পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও সদস্য সচিব আব্দুস সালাম। অপরদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান বৃহত্তর জৈন্তিয়া পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাবেক উপদেষ্টা ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সিরাজ উদ্দীন আহমেদ ও মো. জয়নাল আবেদীন।

 

আরকে/আরআর-১০