রায়হান হত্যা: ছিনতাইয়ের অভিযোগকারী গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৫, ২০২০
১১:২৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৬, ২০২০
১২:১১ পূর্বাহ্ন



রায়হান হত্যা: ছিনতাইয়ের অভিযোগকারী গ্রেপ্তার

সিলেট নগরে পুলিশী হেফাজতে রায়হান হত্যা মামলায় ছিনতাইয়ের অভিযোগকারী শেখ সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ রবিবার (২৫ অক্টোবর) সকালে রায়হানকে ছিনতাইয়ের অভিযোগ করা সাইদুর রহমান পিবিআই অফিসে হাজির হলে সন্দিগ্ধ হিসেবে তাকে আটক রেখে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।  

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মহিদুল ইসলাম বলেন, রায়হানকে ছিনতাইকারী হিসেবে অভিযোগ করেছিলেন শেখ সাইদুর রহমান। এই কারণে রায়হানকে পুলিশ ধরে এনে নির্যাতন করে। এ জন্য তাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরসি-০২