সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৪, ২০২০
০৮:৪৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৪, ২০২০
০৮:৪৭ অপরাহ্ন
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় পুলিশ কনস্টেবল হারুনুর রশীদকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক শারমীন খানম নীলার আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মুহিদুল ইসলাম পিবিআই তদন্ত কারি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
আরসি-০১/ এএফ-০৩