সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৪, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৪, ২০২০
০২:১১ পূর্বাহ্ন
করোনা থেকে মুক্তির জন্য মহাসপ্তমীতে দেশের সকল পূজামণ্ডপে একযোগে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। প্রার্থনায় মানবকূলের শান্তির জন্য প্রার্থনা করেন ভক্তরা।
আজ শুক্রবার সপ্তমীর পূজা শেষে দুপুর ১২.১ মিনিটে সারাদেশের ৩০ হাজার পূজামণ্ডপে একযোগে বিশ্বময় করোনা মহামারী থেকে মুক্তি পেতে প্রার্থনা করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমীতে দেবী আরাধনা আর অঞ্জলির মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তমীর পূজা অর্চনা।
গত ২১ অক্টোবর পঞ্চমীর দিনে শুরু হওয়া এই ধর্মীয় আয়োজন শেষ হবে ২৬ অক্টোবর সোমবার দশমীর দিনে।
আরসি-০৩