সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১২, ২০২০
০৩:৪১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১২, ২০২০
০৩:৪১ অপরাহ্ন
সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। বর্তমানে তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) ডিএনসিসির জনসংযোগ শাখার প্রধান এইচএম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রবিবার থেকে আতিকুল ইসলামের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে রাতে করোনা পরীক্ষায় তার পজিটিভ আসে। তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলামেরও করোনা পজিটিভ এসেছে।
প্রসঙ্গত, করোনা মহামারীর মধ্যেও ডিএনসিসি’র বিভিন্ন প্রকল্প ও পদক্ষেপ বাস্তবায়নে মেয়র আতিককে সক্রিয় দেখা গেছে। করোনার সচেতনতামূলক কর্মসূচিতেও ছিলেন তিনি।
এদিকে দেশে গত মার্চের শুরুর দিকে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর রবিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৪ জনে। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ২২৬ জন।
বিএ-০৭