সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১১, ২০২০
০৫:০৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১১, ২০২০
০৫:০৪ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান ড. শফিকুল ইসলাম দুলু দলের মধ্যে শৃঙ্খলা, ঐক্যবদ্ধতা ফিরিয়ে এনে আগামী দিনের রাজপথের আন্দোলন সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘জনগণের দেশ জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
শনিবার নগরের একটি অভিজাত হোটেলে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নব-নির্বাচিত সহ-সভাপতি সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ আহবান জানান।
স্বেচ্ছাসেবক দল সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাসের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জাকারিয়া আলম মামুন, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল সারেং।
সভায় অন্যান্য বক্তারা রাজপথের ত্যাগী নেতাকর্মীর মূল্যায়নের মাধ্যমে আগামী কমিটি গঠনের আহবান জানান। এসময় সিলেট জেলার পক্ষ থেকে বক্তব্য দেন নাজিম উদ্দিন লস্কর, অ্যাডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, আজমল হোসেন রায়হান, মো. জাকির হোসেন, আব্দুস শহীদ, মওদুদুল হক মওদুদ, আব্দুল ওয়াহিদ সোহেল। মৌলভীবাজার জেলা থেকে বক্তব্য দেন শাম্মীর হাবীর চৌধুরী রবিন, জি এস এ মোক্তাদির রাজু, আব্দুল হাই পিপলু। হবিগঞ্জ জেলা থেকে বক্তব্য দেন জহিরুল হক শরিফ, সৈয়দ শফিক আহমদ, হাসবী সাঈদ চৌধুরী, সৈয়দ মো. সোহেল, মো. শাহাবুদ্দির এবং সুনামগঞ্জ জেলা থেকে বক্তব্য দেন মো. শামসুজ্জামান, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম ও আব্দুল আহাদ জুয়েল।