বিশ্বনাথ থানা পরিদর্শন করলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

বিশ্বনাথ প্রতিনিধি


অক্টোবর ১১, ২০২০
১২:৩০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১১, ২০২০
১২:৩১ পূর্বাহ্ন



বিশ্বনাথ থানা পরিদর্শন করলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

সিলেটের বিশ্বনাথ থানা পরিদর্শন করেছেন জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ। তিনি আজ শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় থানা পরিদর্শনে যান।

পরিদর্শনকালে কাউছার আহমেদ পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, 'একটি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। পুলিশকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে কাজ করতে হবে।' তিনি আদালত ও থানার সমন্বয়ে বিচার নিষ্পত্তির ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন।

পরিদর্শনকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাস, হারুন-অর-রশিদ, ফারজানা শাকিলা সুমু চৌধুরী ও প্রশাসনিক কর্মকর্তা দীপংকর চন্দ্র পাল।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা, পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, থানার সেকেন্ড অফিসার নূর হোসেন, এসআই দেবাশীষ শর্ম্মা, গোপেশ চন্দ্র দাস, আফতাবউজ্জামান রিগ্যান, রত্না বেগম, ফজলুল হক, এমরুল কবির, অলক দাশ, সঞ্জয় লাল দেব প্রমুখ।

 

এমএ/আরআর-১০