সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১০, ২০২০
০৭:২৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১০, ২০২০
০৭:৪০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট (উপপররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন ই. বিগান ১৪-১৬ অক্টোবর রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। সফরের শুরুতে ১২ অক্টোবর তিনি ভারতের নয়াদিল্লিতে পৌঁছবেন। সেখান থেকে ১৪ অক্টোবর বাংলাদেশে আসবেন। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সফরকালে বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন স্টিফেন ই. বিগান। আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্ব আরো এগিয়ে নেয়ার বিষয়টি এ সফরের অন্যতম উদ্দেশ্য। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধিও আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি কোভিড-১৯ মোকাবেলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশে আসার আগে ভারত সফর করবেন স্টিফেন ই. বিগান। ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেওর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের বৈঠকের পর এবং এ বছরের শেষের দিকে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ও ভারতের মন্ত্রী পর্যায়ের সংলাপ ‘ইউএস-ইন্ডিয়া ২+২ মিনিস্ট্রিয়াল ডায়ালগ’-এর প্রাক্কালে ডেপুটি সেক্রেটারি স্টিফেন ই. বিগানের এ ভারত সফরে ইউএস-ইন্ডিয়া কমপ্রিহেনসিভ গেøাবাল স্ট্র্যাটেজিক এগিয়ে নেয়ার ওপর আলোকপাত করা হবে বলে জানা গেছে।
বি এন-৪