সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৭, ২০২০
০৪:১০ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২০
০৪:১৫ পূর্বাহ্ন
আজ মঙ্গলবার দুপুরে ‘প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান (র.) প্রজন্মের’ উদ্যোগে নগরের তালতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।
মাওলানা ফাহাদ আমানের পরিচালনায় সমাবেশে সভাপতির বক্তব্যে জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা বলেন, দেশে মহামারীর চেয়েও ভয়ংকর রূপে ছড়িয়ে পড়েছে ধর্ষণ। শিক্ষাঙ্গন থেকে নিয়ে বস্তি এলাকায়ও যেন ধর্ষকদের অভয়ারণ্য। একক ধর্ষণের পাশাপাশি সংঘবদ্ধ ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত হারে। ধর্ষকদের পাশবিকতা থেকে রেহাই পাচ্ছেনা শিশু থেকে শতবর্ষী বৃদ্ধা, এমনকি বুদ্ধি প্রতিবন্ধীরাও। অনেকটা বেপরোয়া হয়ে উঠেছে একটি শ্রেণি কুরুচিপূর্ণ মানুষ। এসব কর্মকান্ডে দেশের সব জায়গায় নারীদের শ্লীলতাহানী, ধর্ষণ আর নির্যাতনের শিকার হতে হচ্ছে।
তিনি বলেন, জনগণ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেখতে চায়। ধর্ষণ ও নারী নির্যতানের যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত থাকায় প্রশাসনের নিষ্ক্রিয়তা চোঁখে পড়ার মত এবং তাদের নিষ্ক্রিয়তায় ধর্ষক বাহিনী গড়ে উঠেছে। এদের হাত থেকে নারীদের রক্ষা করতে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা শাহ মমশাদ, তাজুল ইসলাম হাসান, মুশফিকুর রহমান মামুন, আব্দুর রহমান ইউসুফ, আমিন আহমদ রাজু, আব্বাস উদ্দিন জালালী, সেলিম আহমদ, আব্দুল খালিক, ইকরামুল হক জুনায়েদ, মাহফুজ হোসাইন প্রমুখ।
আরসি-০২