করোনায় মৃত্যু আরও ২৩, শনাক্ত ১১২৫

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৪, ২০২০
০৮:৪০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৪, ২০২০
০৮:৪০ অপরাহ্ন



করোনায় মৃত্যু আরও ২৩, শনাক্ত ১১২৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরো মারা গেছেন ২৩ জন। এনিয়ে মোট মারা গেলেন ৫,৩৪৮ জন। এছাড়া একই সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১,১২৫ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩,৬৮,৬৯০ জন।

আজ রবিবার (৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতির স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরসি-০৩