আদালতে জবানবন্দি দিয়েছেন রনি, রাজন ও আইনুল

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৩, ২০২০
১০:৪৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২০
১০:৪৭ অপরাহ্ন



আদালতে জবানবন্দি দিয়েছেন রনি, রাজন ও আইনুল

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার ৩ নম্বর আসামি মাহবুবুর রহমান রনি ও সন্দেহভাজন দুই আসামি রাজন ও আইনুদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী। তিনি জানান, এই তিন আসামি ধর্ষণ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

আজ শনিবার (৩ অক্টোবর) সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন রাজন এবং সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিন খানম নীলার কাছে জবানবন্দি দেন যথাক্রমে রনি ও আইনুল।

 

এনএইচ-০১/এএফ-০৭