জাহাঙ্গীর কবির নানক করোনাক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৩, ২০২০
০৫:১৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২০
০৫:১৯ পূর্বাহ্ন



জাহাঙ্গীর কবির নানক করোনাক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে নমুনা পরীক্ষায় তার শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব বলেন, স্যার সুস্থ আছেন, ভালো আছেন। তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। কিন্তু নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। ফলে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি আরও বলেন, শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তার উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার কারণে শনিবার তিনি দলের সভায় অংশ নিতে পারবেন না।

এর আগে শনিবার গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক সামনে রেখে বৈঠকে যাদের অংশ নেওয়ার কথা রয়েছে, তাদের সবার করোনা পরীক্ষা করাতে বলা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। তারই অংশ হিসেবে কেন্দ্রীয় নেতাদের করোনা পরীক্ষা করানো হয়। শুক্রবার রাতে জাহাঙ্গীর কবির নানকের নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

বিএ-০৪