সিলেট চেম্বার সভাপতিসহ ২০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৮, ২০২০
০৪:১৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০
০৪:১৫ পূর্বাহ্ন



সিলেট চেম্বার সভাপতিসহ ২০ জনের করোনা শনাক্ত

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েবসহ সিলেটে ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে জানান, ‘রবিবার হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১৮ জন সিলেট জেলার। এছাড়াও সুনামগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে রয়েছেন। 

শনাক্তদের মধ্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েবও এবং একজন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে।

 

এনসি/এএফ-১৭