সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২০
১২:৫৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০
০২:৩৭ পূর্বাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণ এবং ঢাবি শিক্ষার্থী ফাতেমা আক্তারকে ধর্ষণ, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় অভিযুক্ত ছাত্রসংগ্রাম পরিষদের আহবায়ক হাসান আল মামুন ও তার সহযোগী ভিপি নুরসহ সকল ধর্ষকের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট মহানগর ছাত্রলীগ।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল৩ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হুসাইন মুহাম্মদ সাগরের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, আওয়ামী লীগ নেতা সাব্বির খান, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য জাকিরুল আলম জাকির, ইস্তিয়াক আলী সুমন, সুমন রায় তালুকদার, দবির খান, পলাশ আহমেদ, ইস্তিয়াক চৌধুরী পিন্টু, মুস্তাক আহমেদ, শাহ-আলম শাওন, কাজী মাকসুদ আহমেদ, আব্দুল মতিন খান মিটু, খালেদ ওসমানী, মাওলানা সালাউদ্দিন আকরাম, মাসুম আহমেদ তারেক, এস.এম.সুহেল, মাহবুবুল হক শাহীন, জিয়াউল হক জিয়া, নুরুদ্দিন আহমেদ, তরিকুল ইসলাম মুবিন,আশরাফুল ইসলাম বাপ্পি,নাজমুস সাকিব, দীপঙ্কর টিপু, হাবিবুর রহমাম পাভেল, মইজুল ইসলাম রাহাত, শরীফ মোবারক সুমন, নজরুল ইসলাম হেলাল, ইয়াসিন আহমেদ,সুহেল তালুকদার, রুহুল আমিন,এডভোকেট রাসেল, এ.কে.এম.বাসিত তুহিন,সাব্বির আহমেদ, সৈয়দ হাসান শাহরিয়ার রফি, শাহান আহমেদ, ফাহিম আহমেদ হামিম,সবুর আহমেদ দিপু, ওয়াশিম,রাজু সরকার, আবিদুর রহমান তপু, সৌমিক ইসলাম,আকবর হোসেন সুহেল, আকাশ ঘোস,জামেল,জুম্মাত,শেখ ইয়াহিয়া,জামিল আহমেদ, রাজিব,হুসাইন আহমেদ সুহাগ,শাহ সামসুদ্দুহা,প্রিতিরাজ,সায়েদ, রুমেল, সাকিল, মুতালেব, রাজ আহমদ সহ সিলেট মহানগর ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন জায়গায় সংগঠিত ধর্ষণকাণ্ডে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এনএইচ-০৬/ এএফ-১২