মাধবপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ১৯, ২০২০
০৭:১৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২০
০৭:১৮ পূর্বাহ্ন



মাধবপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় বাসের ধাক্কায় মালেকা বেগম (৬০) এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় এ ঘটনা ঘটে।

নিহত মালেকা উপজেলার এক্তারপুর গ্রামের সিরাজ আলীর স্ত্রী।

মাধবপুর থানায় উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, মালেকা বেগম রাস্তা পাড়াপাড়ের সময় সিলেট থেকে ঢাকাগামী একটি এনা পরিবহনের বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে বিক্ষব্ধ জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রন করলে যান চলাচল স্বাভাবিক হয়।

মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম দস্তগীর আহাম্মেদ সত্যতা নিশ্চিত করেছেন।

বিএ-০৪