সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২০
১১:৫৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০
১১:৫৩ অপরাহ্ন
দেশে গত দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। করোনা চিকিৎসা নিতে রোগীরাও হাসপাতালে আসছেন তুলনামূলক কম। ফলে করোনা রোগীদের চিকিৎসায় ডেডিকেটেড অনেক হাসপাতালে রোগী কমে গেছে। এ অবস্থায় রাজধানীর তিন কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের করোনা কার্যক্রম বাতিল করে সাধারণ রোগীর চিকিৎসা দিতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই আদেশে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় কোভিড-১৯ সংক্রমিত রোগীদের চিকিৎসার প্রয়োজনে তিনটি হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনায় ডেডিকেটেড ঘোষণা করা হয়েছিল।
এই তিন হাসপাতাল হলো- বাবুবাজারের ঢাকা মহানগর হাসপাতাল, মিরপুরের লালকুঠি হাসপাতাল এবং বসুন্ধরা কোভিড হাসপাতাল।
আদেশে আরও বলা হয়েছে, বর্তমানে ওই তিনটি হাসপাতালের সাধারণ বেড ও আইসিইউ বেডে রোগী না থাকায় বা রোগী কমে যাওয়ায় তাদের কোভিড-১৯ কার্যক্রম বাতিল করে সাধারণ রোগীর চিকিৎসার প্রয়োজনে নন কোভিড চিকিৎসা কার্যক্রম চালুর অনুরোধ করা হলো।
এসব হাসপাতালের কোভিড-১৯ সংক্রান্ত সকল আদেশ বাতিল করার কথাও ওই আদেশে জানানো হয়।
এএফ/০৩