তাহিরপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ০৮, ২০২০
১১:৩৭ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২০
১১:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) 'কোভিড ১৯ সংকট : সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব কর্মকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, স্যানক্রেড'র প্রোগ্রাম অফিসার সেলিনা আক্তার, হালিমা আক্তার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ প্রমুখ।
এএইচ/আরআর-০২