জগন্নাথপুরে সংঘর্ষের প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫

জগন্নাথপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ০১, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২০
০৪:১৯ পূর্বাহ্ন



জগন্নাথপুরে সংঘর্ষের প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫

জব্দ করা দেশীয় অস্ত্র

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে বড় মোহাম্মদপুর গ্রামে সংঘর্ষের প্রস্তুতিকালে পুলিশ ৫ জনকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র।

আটককৃতরা হলেন- হাবিবুর রহমান হবি, বেলাল উদ্দিন, ছইল মিয়া, নাহিন মিয়া ও আব্দুল হাই। আজ সোমবার (৩১ আগস্ট) আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বড় মোহাম্মদপুর গ্রামের ছইল মিয়া ও হাবিবুর রহমান হবির পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলছে। সম্প্রতি দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পূর্ব বিরোধের জেরে গতকাল রবিবার সন্ধ্যা থেকে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের  প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয়পক্ষের ৫ জনকে আটক করে।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব আহমদ বলেন, 'পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নেয়। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় বিপুল পরিবাণ দেশীয় অস্ত্রসহ উভয়পক্ষের ৫ জনকে আটক করা হয়েছে।'

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, 'আটককৃতদের সুনামগঞ্জের জেলহাজতে পাঠানো হয়েছে।'

 

এএ/আরআর-০১