জগন্নাথপুর প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২০
০৭:১৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ৩১, ২০২০
০৭:১৬ পূর্বাহ্ন
পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগষ্ট) দুপুর ১২ টায় উপজেলা কার্যালয়ে আঞ্জুমানে আল ইসলাহর উপজেলা শাখার সভাপতি মাওলানা আজমল হোসাইন জামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমদের পরিচালনায় এ ষবা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী ইউনুস আলী। নাতে রাসুল (সঃ) পরিবেশন করেন মাওনালা হাফিজ বদর উদ্দিন আল আমিন।
আশুরার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন আল ইসলাহর জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা নুরুল হক, আল ইসলাহ নেতা মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম তারেক, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা তাজুল ইসলাম হাফিজ সুন্দর আলী, মাওনালা নুরুল ইসলাম খান শিহাব, মাওলানা কবির হোসেন, মাওলানা আব্দুল আলিম, মাওলানা কুতুব উদ্দিন, আবু বকর সিদ্দিক, আবু সুফিয়ান, সুলেমান আহমদ প্রমুখ। সভাশেষে মিলাদ পরিচালনা করেন মাওলানা বদর উদ্দিন আল আমিন। পরে মুসলিম উম্মাহসহ বিশ্বের সকল মানুষকে মহামারি থেকে সুরক্ষায় মহান আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করা হয়।
বিএ-০৫