ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : সাংসদ মানিক

ছাতক প্রতিনিধি


আগস্ট ৩০, ২০২০
০২:০১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ৩০, ২০২০
০২:০১ পূর্বাহ্ন



ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : সাংসদ মানিক

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারকে ধ্বংস করে এদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত করতে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে পরাজিত করে বাংলাদেশকে পিছিয়ে দিতে বার বার ষড়যন্ত্র হয়েছে। ৭৫ এর ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় রয়েছে। এদের ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর ঘাতকদের দোসররা সারা দেশব্যাপী তাণ্ডব করেছিল। তাদেরও শনাক্ত করতে হবে। এদের মধ্যে অনেকেই খন্দকার মোশতাকের মতো আওয়ামী লীগে মিশে গেছে। এদের প্রতিহত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে কাজ করে যেতে হবে।

আজ শনিবার (২৯ আগস্ট) দিনব্যাপী ছাতক উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আহমেদের সভাপতিত্বে ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশীদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় ভার্চুয়ালভাবে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নীতি ও আদর্শের মধ্যে থেকে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, '১৫ আগস্টের হত্যাকাণ্ডের পেছনে আসল খলনায়ক ছিল জিয়াউর রহমান। তার সঙ্গে ছিল মোশতাক। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর জিয়াকে করা হলো সেনাপ্রধান। খুনি মোশতাক হয়ে গেল রাষ্ট্রপতি। এ থেকেই বোঝা যায়, মোশতাক এবং জিয়াই এই হত্যায় জড়িত ছিল।'

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান।

এছাড়া বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান আতিক, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক গয়াছ আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য গিয়াস মিয়া, আওয়ামী লীগ নেতা কদর মিয়া, ফজর আলী, নিজাম উদ্দিন, আওলাদ হোসেন, আব্দুল মছব্বির, আখলাকুর রহমান, মুজাহিদ আলী, আফজাল আবেদীন আবুল, আব্দুল মান্নান, দবিরুল ইসলাম, ফিরোজ আলী, আব্দুল আউয়াল, মাফিজ আলী, নুরুল ইসলাম, নাসির উদ্দিন, এডভোকেট শামসুর রহমান, এডভোকেট আশিক আলী, সিরাজুল ইসলাম, বাবুল রায়, সাব্বির আহমদ, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুশ শহিদ, ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মুহিবুর রহমান, ছাতক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন, যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম প্রমুখ।

 

এমএ/আরআর-০৭