জগন্নাথপুর প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২০
০২:২৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৮, ২০২০
০২:২৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সামনে দিয়ে নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান নিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকারসহ দুইজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকায় অস্থায়ী জগন্নাথপুর থানা ভবনের সামনের জগন্নাথপুর-রানীগঞ্জ-আঞ্চলিক মহাসড়ক দিয়ে একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১১-৯১৪১) করে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি নিয়ে যাওয়ার সময় জগন্নাথপুর থানার পুলিশ গাড়িটি আটক করে। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের ওসমানীনগর থানার সিকন্দরপুর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে ইমন মিয়া (৩০) ও বালাগঞ্জের ইলাশপুর গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে ফজলুর রহমান (২৮)।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনি জানান, আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন তারা ওসমানীনগর থেকে জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারের উদ্দেশে ২ লাখ ১০ হাজার পিস ভারতীয় বিড়ির চালান নিয়ে যাচ্ছিলেন। জব্দকৃত বিড়ির বাজারমূল্য তিন লাখ টাকা।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এএ/আরআর-১০