জামালগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২০
১২:২৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৮, ২০২০
১২:২৯ পূর্বাহ্ন
মহান মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের সেক্টর কমাণ্ডার ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্তরঞ্জন দত্তের (সি আর দত্ত) মৃত্যুতে সুনামগঞ্জের জামালগঞ্জে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার সাচনা বাজারের জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত সি আর দত্তের আত্মার শান্তি কামনায় ৫ মিনিটের প্রার্থনা শেষে তাঁর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করা হয়।
পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থের পরিচালনায় অনুষ্ঠিত প্রার্থনায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পুর্ণেন্দু ঘোষ চৌধুরী, জামালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্ত্তী, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল, জগন্নাথ জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজিত দে, সাচনা বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন পাল, রামকৃষ্ণ মিশনের সভাপতি কৃপেশ চন্দ্র বনিক, সাধারণ সম্পাদক অনন্ত কুমার পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য্য শম্ভু, ব্যবসায়ী স্বপন কুমার রায়, মানিক বণীক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সজীব বণিক, অসিত রায় চৌধুরী, মানস রায়, শৈলেন্দ্র দেবনাথ, রিপন তালুকদার, সুবোধ তালুকদার প্রমুখ।
প্রসঙ্গত, সি আর দত্ত গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। জীবদ্দশায় তিনি অধুনালুপ্ত বাংলাদেশ রাইফেলস এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন।
বিআর/আরআর-০৫