স্বামীসহ করোনায় আক্রান্ত দক্ষিণ সুনামগঞ্জের ইউএনও

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


আগস্ট ২৬, ২০২০
১০:৫৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৬, ২০২০
১০:৫৭ অপরাহ্ন



স্বামীসহ করোনায় আক্রান্ত দক্ষিণ সুনামগঞ্জের ইউএনও

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তার স্বামী নাহিদ হাসান রিংকুরও করোনা শনাক্ত হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বরসহ করোনার উপসর্গ থাকায় গত সোমবার (২৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার স্বামীর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাদের করোনা পজিটিভ আসে। বর্তমানে তারা সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।

 

এসটি/আরআর-০২