ছাতক প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২০
১০:৫৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৪, ২০২০
১০:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম কালাম উদ্দিন (২৭)। তিনি পীরপুর গ্রামের মৃত ছমির আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় রহিম উদ্দিনের শিশুপুত্র ফাহিম আহমদ বাইসাইকেল চালাতে গেলে পাশের ঘরের নূর আলী ও আনোয়ার তাকে গালিগালাজ করেন। এ নিয়ে শিশু ফাহিম আহমদের চাচা কালাম উদ্দিন তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে নূর আলী ও আনোয়ারসহ প্রতিপক্ষের লোকজন কালাম উদ্দিনের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই মারা যান কালাম উদ্দিন।
খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। হামলায় জড়িত সন্দেহে নূর আলী, শাহ আলম ও আবুল হোসেন নামের তিনজনকে আটক করেছে পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকরতা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
এমএ/আরআর-০৩