কাঁচামাল আমদানিতে শুল্ক মওকুফের প্রস্তাব

সিলেট মিরর ডেস্ক


জুন ১২, ২০২০
০৩:০২ পূর্বাহ্ন


আপডেট : জুন ১২, ২০২০
০৩:০৩ পূর্বাহ্ন



কাঁচামাল আমদানিতে শুল্ক মওকুফের প্রস্তাব

করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবিলায় প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ওপর শুল্ক কর মওকুফের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।

তিনি বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবিলায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে বাজেটের প্রাক্কালেই বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে করোনাভাইরাস টেস্টিং কিট, মাস্ক ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী আমদানি এবং হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পিপিই উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ওপর প্রযোজ্য সমুদয় শুল্ক কর মওকুফ করা হয়েছে।

স্বাস্থ্যখাতকে আরও সুসংহত করার লক্ষ্যে চিকিৎসা সামগ্রী জীবাণুমুক্তকরণে ব্যবহার্য অটোক্লেভ মেশিন স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রবর্তনের প্রস্তাব করছি।

আরসি-০৯