সড়ক পরিবহন ও সেতুতে আসছে ২৫ হাজার কোটি টাকা

সিলেট মিরর ডেস্ক


জুন ১২, ২০২০
০২:১৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ১২, ২০২০
০২:৪০ পূর্বাহ্ন



সড়ক পরিবহন ও সেতুতে আসছে ২৫ হাজার কোটি টাকা

দুটি মেট্রোরেলসহ আগামী ২০২০-২১ অর্থবছরে ১৯৮টি প্রকল্পের কাজ এগিয়ে নিতে বাজেট পরিকল্পনা করেছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়। আর এতে বরাদ্দ বেশি পাচ্ছে নতুন সড়ক নির্মাণ ও সংস্কার প্রকল্প। এর মধ্যে সরকারের চলমান ১৭টি বড় প্রকল্প রয়েছে। আর এই প্রকল্পগুলোতে ব্যয় হবে ২৪ হাজার ৮২৫ কোটি টাকা।

মন্ত্রণালয় সূত্র জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৯৮টি উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে নিতে চলতি অর্থবছরের চেয়ে আগামী অর্থবছরের বাজেটে প্রায় ৮৬৬ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হচ্ছে।

এদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জানায়, চলতি অর্থবছরের এডিপিতে এ বিভাগের অধীন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ ছিল ২৩ হাজার ৯৫৯ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য বরাদ্দ থাকছে ২৪ হাজার ৮২৫ কোটি টাকা। চলতি অর্থবছরে এ বিভাগের প্রকল্প বাস্তবায়নে বিদেশি সহায়তা আছে প্রায় ছয় হাজার ৩১৭ কোটি টাকা। আগামী অর্থবছরে এর জন্য বরাদ্দ থাকছে সাত হাজার ৩০০ কোটি টাকা।

 

আরসি-০৪