সিলেট মিরর ডেস্ক
জুন ১২, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ১২, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন
জাতীয় সংসদে শুরু হওয়া ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
আজ বৃহস্পতিবার (১১ জুন) সিপিডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর সিপিডির গবেষকরা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবেন। আজ (১১ জুন) সন্ধ্যা ৬ টায় এ প্রতিক্রিয়া ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
আরসি-০৩/