কাতার থেকে ফিরলেন ৪০৯ বাংলাদেশি

সিলেট মিরর ডেস্ক


জুন ১১, ২০২০
১১:১১ অপরাহ্ন


আপডেট : জুন ১১, ২০২০
১১:১১ অপরাহ্ন



কাতার থেকে ফিরলেন ৪০৯ বাংলাদেশি

মহামারঅ করোনাভাইরাসের ফলে সৃষ্ট সঙ্কটে কাতার থেকে চার শতাধিক বাংলাদেশি ঢাকা ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দোহা থেকে ৪০৯ জন বাংলাদেশি দেশে পৌঁছান বলে বিমানের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন ছাড়া প্রায় সব দেশের সঙ্গেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ।

তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের ভাড়ায় বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। বিদেশে আটকা পড়া বাংলাদেশিদেরও একইভাবে ফেরানো হচ্ছে।

এরই মধ্যে ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, কুয়েত, মালদ্বীপ থেকে বিশেষ ফ্লাইটে কয়েক হাজার বাংলাদেশি ফিরে এসেছেন।

বিএ-১০