সিলেট মিরর ডেস্ক
জুন ০৯, ২০২০
০৭:৪৭ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৯, ২০২০
০৭:৪৭ পূর্বাহ্ন
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম (হাটহাজারী বড় মাদরাসা) এর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা আগে থেকে উন্নতির দিকে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
চমেক হাসপাতালের আইসিইউ সহযোগী অধ্যাপক ডা. হারুন উর রশিদ আজ সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘হঠাৎ অজ্ঞান হলে গতকাল রবিবার রাতে উনাকে (আল্লামা শফী) আইসিইউতে ভর্তি করা হয়। আজ দুপুরে বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড বসেছিলেন। বিকেল থেকে অবস্থা উন্নতির দিকে। তার জ্ঞান ফিরেছে। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে। উনি সবার জন্য দোয়া করেছেন।’
এনপি-১৪