করোনাভাইরাসে স্কয়ার হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


জুন ০৮, ২০২০
০৪:৫৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২০
০৪:৫৭ পূর্বাহ্ন



করোনাভাইরাসে স্কয়ার হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয় মৃত্যুবরণ করেছেন স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ও সিনিয়র কনসালটেন্ট মির্জা নাজিম উদ্দিন। আজ রবিবার (৭ জুন) বেলা সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএর মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী জানান, প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন। “তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় আজ মারা গেলেন।” মির্জা নাজিমের মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ।

ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী মির্জা নাজিম বিএমএর আজীবন সদস্য ছিলেন। তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তার স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

এনপি-০২