নিজস্ব প্রতিবেদক
জুন ০৬, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২০
০২:২৪ পূর্বাহ্ন
দেশে আরও ৩০ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১১ জন। একদিনে নতুন করে আরও ২ হাজার ৮২৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। িসেই সঙ্গে বর্তমানে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯৫ জনে।
মৃতদের মধ্যে ১৭ জন হাসপাতালে থাকলেও বাকি ১৩ জন বাড়িতে ছিলেন। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৬৪৩ জন। এ নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।
শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এসব তথ্য তুলে ধরেন।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৬৪৫ টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিএ-১৩