ডা. জাফরুল্লাহর শারিরিক অবস্থার কিছুটা অবনতি

সিলেট মিরর ডেস্ক


জুন ০৬, ২০২০
১২:২৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২০
১২:২৮ পূর্বাহ্ন



ডা. জাফরুল্লাহর শারিরিক অবস্থার কিছুটা অবনতি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

রাজনৈতিক নেতা ও চিকিৎসক জাফরুল্লাহ দীর্ঘ দিন ধরে কিডনি–সংক্রান্ত জটিলতায় ভুগছেন। তা ছাড়া বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতাও তাঁর রয়েছে। 

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেন, আজ শুক্রবার সকালের দিকে জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। এখনও তিনি সেই অবস্থাতেই আছেন। 

গণস্বাস্থ্য কেন্দ্রের এক কর্মকর্তা জানান, জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে ইনফেকশন আছে। কিছুটি নিউমোনিয়ার লক্ষণ আছে। এ কারণে বেলা ১১টার দিকে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। 

আজ সকালে জাফরুল্লাহর শারীরিক অবস্থা সম্পর্কে গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে জানানো হয়, জাফরুল্লাহর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি সবার দোয়া চেয়েছেন। 

গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। 

আরসি-০২/