কমলগঞ্জে করোনার উপসর্গ নিয়ে চা শ্রমিকের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি


মে ১০, ২০২০
১২:১৫ পূর্বাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
১২:১৫ পূর্বাহ্ন



কমলগঞ্জে করোনার উপসর্গ নিয়ে চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্তিঙ্গা চা বাগানের এক নারী চা শ্রমিক (৫৫) কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার (৮ মে) রাত ১০টার দিকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা মৃতের নমুনা সংগ্রহ করেছেন। 

ওই নারী চা শ্রমিক বাগানের পাথরটিলা এলাকার শ্রমিক বস্তিতে থাকতেন। জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যথা নিয়ে ঘুমের মধ্যেই তিনি মারা যান।

জানা যায়, ২/৩ দিন ধরে ওই নারী চা শ্রমিক জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যথায় ভোগছিলেন। গতকাল শুক্রবার তিনি কোনো খাবার না খেয়ে বিকেলে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে খাবারের জন্য ঘুম থেকে তুলতে গিয়ে পরিবারের সদস্যরা দেখেন বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। বিষয়টি রাতেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করা হয়। রাত ১০টার দিকে একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি মেডিকেল টিম মৃর্তিঙ্গা চা বাগানে এসে নিহতের নমুনা সংগ্রহ করেন। এ ঘটনার পর থেকে মৃর্তিঙ্গা চা বাগানের সাধারণ চা শ্রমিকদের মাঝে করোনা আতঙ্ক বিরাজ করছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ‘মারা যাওয়া নারী চা শ্রমিকের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ শনিবার নমুনা সিলেটে পাঠানো হবে। নমুনা পরীক্ষার রিপোর্ট না পেলে বোঝা যাচ্ছে না তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না। তবে আপাতত তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।’

 

এসডি-০১/এনপি-১৩