মৌলভীবাজার প্রতিনিধি
মে ০৬, ২০২০
০২:২৮ পূর্বাহ্ন
আপডেট : মে ০৬, ২০২০
০২:২৮ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার আরও ৬ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।
আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুরোনো অনেকগুলো জমে থাকা রিপোর্ট ছিল। আজ (মঙ্গলবার) জেলার ৬ জনের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানানো হয়েছে। এর মধ্যে আছেন সদরের ১ জন চিকিৎসক। এছাড়া শনাক্ত হয়েছেন কুলাউড়ায়, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, জুড়ী ও বড়লেখার ১ জন করে ব্যক্তি।
সিভিল সার্জন সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ৮শ ৫ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২ জন।
এসএইচ/আরআর